শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভাণ্ডারিয়ার চাঞ্চল্যকর আসমা হত্যার বিচার দাবিতে পিরোজপুরে মানববন্ধন কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত মঠবাড়িয়ায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক অসুস্থ তিশার চিকিৎসায় পাশে দাঁড়ালেন

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক অসুস্থ তিশার চিকিৎসায় পাশে দাঁড়ালেন

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ায় মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে হাড়ের ভেতরে টিউমার ধরা পড়া মেধাবী শিক্ষার্থী তিশা আক্তারের (১৩) চিকিৎসার জন্য পাশে এসে দাঁড়ালেন ব্রাহ্মণবাড়িয়ার মাননীয় জেলা প্রশাসক জনাব হায়াত-উদ-দৌলা খান।

তিনি সোমবার বেলা দেড়টার দিকে অসুস্থ তিশার চিকিৎসার জন্য তিশার মা আরজু আক্তারের হাতে নগদ ২০ হাজার টাকা ও একটি হুইলচেয়ার তুলে দেন। উল্লেখ্য যে, গত ১৩ নভেম্বর পিরোজপুর সময়.কমে “ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসার অভাবে স্বপ্ন ভেঙে যাচ্ছে মেধাবী ছাত্রী তিশা’র ” শিরোনামে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

তিশা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিকারপুর তালপট্টি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। গত বছর ব্রাহ্মণবাড়িয়া ইনডিপেনডেন্ট স্কুল থেকে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি পায় সে। এরপর তিশা সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ভর্তি হয়। অসুস্থতার কারনে তিশা গত এক মাস ধরে বাড়ির বিছানায় শুয়ে আছে। তার মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে হাড়ের ভেতরে মরণব্যাধি টিউমার ধরা পড়েছে। এরপর থেকে শয্যাশায়ী জীবন কাটাতে হচ্ছে তিশাকে। তার চিকিৎসার জন্য প্রয়োজন ১০-১২ লাখ টাকা। কিন্তু টাকার অভাবে তিশার চিকিৎসা আটকে গিয়েছিল।

তাই মেধাবী ছাত্রী তিশাকে সুস্থ করে তুলতে ও তাকে বাঁচাতে আর্থিক সহযোগিতার আশায় তার শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে ধরনা দিচ্ছেন তার মা আরজু আক্তার। গত বৃহস্পতিবার দুপুরে তিনি জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের কাছে আর্থিক সহযোগিতার আবেদন করেন। জেলা প্রশাসক তিশার মায়ের আবেদনে সাড়া দিয়ে তিশার চিকিৎসার জন্য তিনি এই অর্থসহায়তা প্রদান করেন। এ ছাড়া ও তিনি তিশার জন্য বিছানা থেকে উঠে বাইরে যাওয়ার জন্য একটি হুইলচেয়ারও প্রদান করেন।

ব্রাহ্মণবাড়িয়ার মাননীয় জেলা প্রশাসক জনাব হায়াত-উদ-দৌলা খান জানান, পিরোজপুর সময় ও প্রথম আলোতে তিশার অসুস্থতার প্রতিবেদন দেখে আপাতত তিশাকে চিকিৎসা শুরুর জন্য একটা অর্থ দিয়েছি।আগামীতে আরো তহবিল গঠন করে তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

চার মেয়ে ও দুই ছেলের মধ্যে তিশা হাবিবুর-আরজু দম্পতির পঞ্চম সন্তান। বাড়িতে ও বিদ্যালয়ে সবাই তাকে ‘তিশামণি’ নামেই ডাকত। তিশার বড় বোন স্বর্ণা আক্তার বলেন, ‘তিশা খুব শান্ত স্বভাবের মেয়ে। পড়াশোনায় খুব মেধাবী। ২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় সে জিপিএ-৫ পেয়েছে। তার প্রাপ্ত নম্বর ছিল ৫৭৫। এই পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে আমার বোন। এর আগে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিতেই তার ক্লাস রোল ছিল ১। কিন্ডারগার্টেনের সব বার্ষিক পরীক্ষায় সে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। কিন্তু আমরা গরীব ও অসহায় হওয়ার কারণে টাকার অভাবে আজ আমার বোন তিশা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকা তিশার চিকিৎসা বন্ধ হয়ে আছে।’

পারিবারিক সূত্রে জানা গেছে, গত অক্টোবরে তিশার শরীরে প্রথম ব্যথা শুরু হয়। ১০ অক্টোবর পরিবারের লোকজন তাকে জেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। অবস্থার কোনো উন্নতি না হলে ১৩ অক্টোবর তাঁরা তিশাকে বাড়িতে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য তিশাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত ২৭ অক্টোবর ঢাকার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে তিশার এমআরআই পরীক্ষা করান। পরীক্ষায় তিশার মেরুদণ্ডের ৬ শতাংশ হাড় ক্ষয় হয়ে গেছে দেখা যায় এবং সেখানে একটি টিউমার ধরা পড়ে। টিউমারটি মেরুদণ্ডের হাড় থেকে বাইরে বের হয়ে এসেছে। এরপর উন্নত চিকিৎসার জন্য তিশাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারের মাধ্যমে তিশার মেরুদণ্ডে হাড় প্রতিস্থাপন ও টিউমার সরানো বাবদ তিন মাস সময় লাগবে। এই চিকিৎসার জন্য তার ব্যয় হবে ১০-১২ লাখ টাকা।
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান আরো বলেন, পিরোজপুর সময় ও ‘প্রথম আলোতে তিশার অসুস্থতার প্রতিবেদন দেখে আপাতত চিকিৎসা শুরুর জন্য একটা অর্থ দিয়েছি। সামনে আরও তহবিল গঠন করে তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। হাসপাতালে চিকিৎসার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সাংসদ মাননীয় আইনমন্ত্রীর সঙ্গে কথা বলব।’ সবাই এগিয়ে এলে তার চিকিৎসার খরচ জোগাড় করা সম্ভব হবে বলে ও জানান জেলা প্রশাসক।

তিশাকে সহযোগিতার জন্য একটি ব্যাংক হিসাব নম্বর খোলা হয়েছে। ব্যাংক হিসাব নম্বরটি হলো ২১২১৫৭০০০৯৩১৬, ডাচ-বাংলা ব্যাংক, ব্রাহ্মণবাড়িয়া শাখা। কেউ চাইলে বিকাশের মাধ্যমে তিশাকে সহযোগিতায় এগিয়ে আসতে পারেন। তিশার মা আরজু আক্তারের ব্যক্তিগত বিকাশ নম্বরটি হলো ০১৭৮০৪২০৯৩৫।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana