শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন
মার্কিন নির্বাচনে ট্রাম্পের দাবি করা কারচুপির অভিযোগের বিরোধিতা করায় নির্বাচনী শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ট্রাম্প। ট্রাম্প জানান, ভোট গণনা নিয়ে চরম অসত্য কথা বলায় সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি অ্যাজেন্সির (সিআইএসএ) প্রধান ক্রিস ক্রেবসকে অব্যাহতি দেওয়া হয়েছে। মার্কিন নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। ভোট গণনায় ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ তার। তবে কোনো প্রমাণাদি সামনে আনেননি তিনি। এদিকে এবারের নির্বাচনকে মার্কিন ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত নির্বাচন বলে আখ্যা দিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। গেল সপ্তাহে পেন্টাগন প্রধানের আনুগত্য নিয়ে সন্দেহ প্রকাশ করায় প্রতিরক্ষা বিভাগের সচিব মার্ক এসপারকে বরখাস্ত করেছেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে জানুয়ারিতে দায়িত্ব ছাড়ার আগে সিআইএর পরিচালক জিনা হাস্পেল এবং এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে কেও বরখাস্ত করতে পারেন ট্রাম্প।