শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
নবীনগর পৌরসভা ও মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নবীনগর উন্নয়নের রূপকার সাবেক এমপি এডভোকেট আবদুল লতিফের ১৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধাণ অতিথি ছিলেন পৌর মেয়র এড: শিব শংকর দাস।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা এড: খলিলুর রহমান, জসীম উদ্দিন আহম্মদ, কাজী ইয়াবের হাসান জামিল, নিয়াজুল হক কাজল, শফিকুর রহমান, সাংবাদিক সঞ্জয় সাহা, খাইরুল ইসলাম, হাবিবুর রহমান, যুবনেতা সামস আলম, সোহরাওয়ার্দী চৌধুরী, আশরাফুল ইসলাম রিপন, এনামুল হক, সেচ্ছাসেবকলীগ নেতা সালাউদ্দিন বাবু, ওমর ফারুক, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান, জাহাঙ্গীর আলম ও আরিফুল ইসলাম রাজিব প্রমুখ। বক্তারা মরহুম নেতার স্মৃতিচারণ করে উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। মিলাদ মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড: সুজিত কুমার দেব।