শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
যুবলীগের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে ব্রাহ্মণবাড়িয়ার সাতজন স্থান পেয়েছেন। তারা সবাই সাবেক ছাত্রলীগ নেতা বলে জানা যায়।
কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে যারা স্থান পেয়েছেন, তারা হলেন সহ-সম্পাদক পদে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের আলামিনুল হক আলামিন এবং নির্বাহী সদস্য পদে আশুগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: মজিবুর রহমান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের এ বি এম আরিফ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক বাঞ্ছারামপুর উপজেলার আশিকুল ইসলাম আশিক, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবীনগর উপজেলার বীরগাঁও তিলুকিয়া গ্রামের এইচ এম আল-আমিন আহমেদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সরাইল উপজেলার মো: নাজিম উদ্দিন ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক নবীনগর উপজেলার সদর ইউনিয়নের শিরিন শিলা।
দায়িত্ব পাওয়ার পর প্রত্যেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তারা জানান, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে তারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবেন।
উল্লেখ্য, সপ্তম জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পেল আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে পূর্ণাঙ্গ কমিটি গ্রহণ করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।