শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার নবাগত ওসি নবীনগর প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন।
গতকাল মঙ্গলবার সন্ধায় নবীনগর প্রেস ক্লাব কার্য্যালয়ে নবীনগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশীদ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রুহুল আমিন, নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার,সাপ্তাহিক মলয়ার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি, সাাংবাদিক শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল, তাজুল ইসলাম চৌধুরী, মনিরুল ইসলাম বাবু, সাংবাদিক জালাল উদ্দীন মনির, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, এস এ রুবেল প্রমুখ।
এসময় ওসি আমিনুর রশিদ নবীনগর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবীনগরের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল।
জহির সিকদার