শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
আখাউড়ায় সুরভী নামে এক যুবতীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। কারন তার স্বামীর সাথে প্রাক্তন স্ত্রীর যোগাযোগ ছিল বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে। সুরভী ইটনা গ্রামের ইউসুফ মিয়ার স্ত্রী ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গৌরিপুর গ্রামের আহাম্মদ আলীর মেয়ে।
বিশ্বস্ত সুত্রে জানা যায়, সুরভী ও ইউসুফ মিয়া প্রেমের প্রলয়ে আবদ্ধ হয়ে বিয়ে করে। বিয়ে করার পর সুরভী জানতে পারে যে ইউসুফ আগে ও একটি বিয়ে করেছিল, কিন্তু সে কথা সে গোপন রেখেছিল ইউসুফ। অবশ্য আগের স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গিয়েছিল। তাতে ও সাধ বাধেনী সুরভীর-সাধ বেধেঁছে সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন ইউসুফ মিয়া।
এ বিষয়টি মেনে নিতে পারেননি সুরভী। এতে বাধা দিলে সুরভীর উপর চালানো হতো মানসিক নির্যাতন। অবশেষে সহ্য করতে না পেরে সুরভী বাধ্য হয়ে বিষপানে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
পুলিশ লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনার পর থেকে সুরভীর স্বামী ইফসুফ মিয়া পালিয়ে গেছেন। এ ঘটনায় সুরভীর মা ফরিদা বেগম বাদী হয়ে ইউসুফের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বলছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিবারের লোকজন ও পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার বিকেলে স্বামীর বাড়ির বাথরুমে গিয়ে বিষ পান করে অচেতন অবস্থায় পড়ে থাকে সুরভী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণাবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহামেদ নিজামী জানান, নিহতের শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন নেই। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।