শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবককে (২৫) জবাই করে লাশ রেললাইনের পাশে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আখাউড়া রেলওয়ে খানার ওসি মো. শফিউল আজম জানান, সদর উপজেলার দুবলার এলাকার
দিকে রেললাইনের পাশে লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। লাশটি যুবকের। তবে তার পরিচয় পাওয়া যায়নি। লাশটি জবাই করা ও সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে ওই যুবককে হত্যার পর রেললাইনের পাশে লাশ ফেলে রাখা হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।