শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য-সহকর্মীদের ৪ দফা দাবী আদায়ে টানা ১১দিন কর্মবিরতীর কারনে উপজেলার প্রায় ৬৬ হাজার শিশু ইপিআই কর্মসূচীর অধীনে যে ১০টি রোগের টিকা প্রদান করা হয় তা থেকে বঞ্চিত হচ্ছে । ফলে এই সব শিশুরা ১০টি জটিল রোগে আক্রান্ত হওয়া সম্ভাবনা বয়েছে। উপজেলার ৬০টি ওয়ার্ডের ৪৮০টি টিকাদান কেন্দ্রে প্রতিদিন ৬ হাজারেও অধিক শিশুকে এই টিকা প্রদান করেন স্বাস্থ্যসহকারীগন। কিন্তু স্বাস্থ্য সহকারীদের টানা ১১ দিন কর্মবিরতির ফলে ৬৬ হাজারও অধীন শিশু এই টিকা থেকে বঞ্চিত হচ্ছে।
নবীনগর সরকারি হাসপাতালে টিকা নিতে আসা অভিভাবকরা জানান, আন্দোলনের কারনে বাধ্য হয়ে নবীনগর সরকারি হাসপাতালে এসেছি সন্তানকে টিকা দিতে। এর জন্য আমাদের দ্বিগুন টাকার মাশুল গুনতে হচ্ছে।
এ ব্যাপারে ৪ দফা আন্দোলনের আহবায়ক রকিবউদ্দিন খান ও যুগ্ম-আহবায়ক ইলিয়াস জাবেদ বলেন, টানা ১১ দিনে উপজেলার প্রায় ৬৬ হাজার শিশু টিকা থেকে বঞ্চিত হয়েছে। আমাদের দাবী না মানা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এ ব্যাপারে স্বাস্থ্য কর্মকর্তা ডা: হাবিবুর রহমান বলেন, আন্দোলনের কারনে মাঠ পর্যায়ে শিশুদের টিকা প্রদান করা সম্ভব না হলেও যারা নবীনগর সরকারি হাসপাতালে টিকা নিতে আসেন তাদের টিকা প্রদান করা হচ্ছে।