শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক মনির হোসেন সিকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা আবু রেজভী উপজেলা ,আওয়ামীলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি তোফায়েল আলী রুবেল, চরচারতলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আইয়ুব খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সরকার, আশুগঞ্জ বন্দর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুর রহমান বকুল, উপজেলা কৃষক লীগ সভাপতি নজরুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান সরকার, যুবলীগ নেতা মনির হোসেন ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ শাহীন সিকদার, সাধারণ সম্পাদক আলামগীর হোসেন ফরহাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিবুর রহমান, শ্রমিকলীগ সভাপতি আবু মোছা, সাধারণ সম্পাদক রুহুল আমিন মুন্সী, সাবেক ছাত্রলীগ নেতা এখলাছ সিকদার বাবু ,ময়িম সিকদার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিফাত শিকদার, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাব্বি, যুগ্ম আহ্বায়ক সালেকিন মিম, যুগ্ম আহ্বায়ক হান্নান সিকদার , ফিরোজ মিয়া কলেজ ছাত্রলীগ নেতা মোঃ ইরফান ও এন এইচ হৃদয় প্রমূখ।
সমাবেশে বক্তরা অবিলম্বে ভাস্কর্য ভাংচুরকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।