শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার যুগোপযোগি শিক্ষানীতি প্রণয়ন করেছে। প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, শিক্ষা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ, ঝরেপড়া শিক্ষার্থীদের হার কমানোসহ শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক ভূমিকা রাখছে। পাশাপাশি দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের কাজ যেন দ্রুতগতীতে এগিয়ে যায় সরকার সে ব্যাপারেও ভূমিকা রাখছে।
সোমবার (০৭ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলার শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ ও ছোট হরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসমসয় তিনি উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে প্রতীকীভাবে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
উপজেলা নির্বাহী অফিসার পস্কজ বড়ুয়ার সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভূমি কর্মকর্তা এ.বি.এম মশিউজ্জান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা বাবুল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম সহ কলেজ ও স্কুলের শিক্ষক বৃন্দ।
উল্লেখ, এক কোটি ৫৭ লক্ষ টাকা ব্যায়ে এ দুটি প্রতিষ্ঠানের সম্প্রসারণ ও নতুন ভবন নির্মানের কাজ করা হচ্ছে।