শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
বুধবার প্রত্যুষে আশুগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভসূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা চত্ত্বরে, ঢাকা-সিলেট মহাসড়কের গোল চত্ত্বর ও সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে স্থাপিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিন সকাল সাড়ে ৬টায় উপজেলা চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী ও উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাহমুদ ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ সফিউল্লাহ মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
পরে একে একে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। সাথে সাথে ঢাকা-সিলেট মহাসড়কের গোল চত্ত্বর ও সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে স্থাপিত শহীদ স্মৃতিসৌধেও বিভিন্ন সংগঠন পুষ্প অর্পন করে।অপরদিকে আলহাজ্ব শাহজাহান আলমের নেতৃত্বে সরকারী হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের স্মৃতিসৌধে বি,এন,পির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে আজ বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা দেয়াসহ বিস্তারিত কর্মসূচি পালিত হবে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে,শিরোনাম।