শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
আশুগঞ্জে হযরত মাওলানা ক্বারী সামসুদ্দিন (রহঃ) এর ৬১ তম ওফাৎ দিবস ও খন্দকার মোহাম্মদ ইউসুফ আলী পীর সাহেব স্মরণে ওয়াজ ও দোয়া মাহফিল পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বাদ আসর দক্ষিণ তারুয়া খানকায়ে ক্বাদরীয়া সামছিয়া রেজভীয়া দরবার শরীফে এক আলোচনা সভা ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত ওয়াজ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোাঃ হানিফ মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ সাফিউদ্দিন চৌধুরী, চেয়ারম্যান শরীফপুর ইউনিয়ন পরিষদ। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্বা ফুল মিয়া,আলহাজ্ব মাওলানা জহিরুল হক।
সভায় সভারত্ন হিসেবে উপস্থিত ছিলেন হযরড মাওলানা কাজী মহিউদ্দিন মোল্লা।
সার্বিক তত্বাবধানে ছিলেন হযরত মাওলানা খন্দকার আনিসুর রহমান ইউসুফি আলক্বাদেরী।
এছাড়াও দেশ বরেন্য ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।
এতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আঃ করিম।
উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দকে ফুলেল শুভেচছায় বরণ করা হয়।