শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
জহির সিকদার , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ উপজেলার নিবন্ধিত ২০জন জেলেকে ২০টি সেলাই মেশিন ও ১৫০ জন জেলেকে মৎস্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বি,এম,ফরহাদ হোসেন সংগ্রাম। এ সময় তিনি জেলেদের মাঝে এই সেলাই মেশিন ও মৎস্য খাদ্য বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহা-পরিচালক কাজী শামস আফরোজা, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক এস এম মহিবউল্যাহ, বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আবদুস সাত্তার, জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম, উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার প্রমুখ।
এ সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাসহ, আওয়ামী লীগ ও মৎস্যজীবী লীগের দলীয় নেতৃবৃন্দ,প্রিন্টার ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার।।