শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সামাজিক সংগঠন ‘মানবিক সরাইল’ এর উদ্যোগে শতায়ূ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। এতে শতায়ূ সম্মাননা’য় ভূষিত হয়েছেন সরাইল সদর ইউনিয়নের কাচারী পাড়ার বাসিন্দা শ্রীমতি বিন্দু রানী ওয়াস্তী (১০৮)।
সোমবার বিকাল ৫টায় সরাইল কাচারী পাড়া বিন্দু রানী ওয়াস্তীর বাড়ির মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত শতায়ূ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সফিকুল ইসলাম কানু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্জীব কুমার দেবনাথ ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মোঃ আলী মাস্টার , শিক্ষক দেওয়ান রওশন আরা লাকী , উদীচী‘র সভাপতি শরীফ উদ্দিন, শিক্ষক শেফালী রানী ওয়াস্তী, মানবিক সরাইলের অহিদুজ্জামান অপু প্রমূখ। এ ছাড়া ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানিজ ফাতেমা স্মৃতি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক নারায়ণ চক্রবর্তী।