শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
ক্ষুদাা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মানে সেবা ও সুযোগ প্রান্তজনে”এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে (২ জানুয়ারী) শনিবার সকাল ১১ টায় আশুগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোাঃ হানিফ মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা । উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর আলম (উপজেলা কৃষি কর্মকর্তা), মোঃ আবদুল্লাহ(সহকারী প্রোগ্রামার আইসিটি-আশুগঞ্জ উপজেলা), রওনক জাহান(উপজেলা মৎস্য কর্মকর্তা -আশুগঞ্জ)। এছাড়া ও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং সুবিধাভোগী লোকজন। এতে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথি বৃন্দ প্রতিবন্ধীদের মাঝে কার্ড ও প্রান্তিকদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাফিউদ্দিন।