শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
আশুগঞ্জে ট্রাকচাপায় দুইবছরের শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম সুৃমন(২)।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ জানুয়ারী) বিকেলে উপজেলার চরচারতলা গ্রামে।
নিহত সুমন চরচারতলা গ্রামের আবু বক্করের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশের সড়কে সহপাঠিদের সাথে খেলা করছিলেন শিশু সুমন। এ সময় একটি তেলবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে সে। এতে ঘটনাস্থলেই নিহত হয় সুমন। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নিহত শিশুটির পরিবার মৃত্যুর ঘটনায় কোনো মামলা করবেনা বলে পুলিশের কাছে লিখিত ভাবে জানিয়েছে।
জহির সিকদার