শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ার পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে বিনা মূল্যে মৌসুমী বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বিআরডিবি কার্যালয় ৮০ জন প্রান্তিক কৃষকের মাঝে ভূট্টা, মুগ ডাল ঢেরসসহ বিভিন্ন জাতের মৌসুমী বীজ বিতরণ করা হয়।
বিআরডিবি চেয়ারম্যান মো. আরিফ উল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকতা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শওকত হোসেন বিআরডিবি কর্মকর্তা মো. তরিকুল ইসলাম প্রমূখ।
বিআরডিবি চেয়ারম্যান মো. আরিফ উল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কৃষি সহায়তার অংশ হিসেবে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে এ মৌসুমী বীজ বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান এ কার্যক্রম অব্যাহত থাকবে।