শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
শাকিল মিয়াজী কাঠালিয়া প্রতিনিধি
সারাদেশের ন্যায় ঝালকাঠির কাঠালিয়ায় ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারিভাবে জমির দলিল ও ঘরের চাবি প্রদান করা হয়েছে। আজ ২৩ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়মে অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম ফরিদ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপকারভোগীতের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, সহকারী কমিশানর (ভূমি) সুমিত সাহাসহ উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও উপকারভোগী। দুই শতাংশ জমির উপরে প্রতিটি ঘর নির্মাণ করা হয়েছে। নির্মাণ ব্যয় ১ লক্ষ ৭১ হাজার টাকা। প্রতিটি আধা পাকা ঘরে দুটি কক্ষ, রান্না ঘর, টয়লেট ও বারান্দা রয়েছে