শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেছেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি। রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে নির্বাহী কর্মকর্তার কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ মোঃ আলী হাসান, অফিসার ইনচার্জ মাসুজুজ্জামান মিলু, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোঃ জসিম, সমাজসেবা কর্মকর্তা মো. আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঞা, প্রথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতনন্দন দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, সমবায় কর্মকর্তা মো. এমাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, কৃষি কর্মকর্তা শওকত হোসেন, মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তর প্রধান।
সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি সকল কর্মকর্তাদের উদ্যেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভিষণ-২১ বাস্তবায়নের লক্ষে ঘুষ, দূর্ণীতি, অনিয়ম, স্বেচ্চারিতার উর্দ্ধে থেকে কাজ করতে হবে। তিনি এ সময় মাদক, বাল্য বিবাহ রোধে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন।