শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে সরিয়ে খাল ভরাটের অভিযোগ পাওয়া গেছে। তার নাম এলেক মিয়া। সে সরাইল উপজেলা শাহবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য। বিশ্বস্ত সুত্রে জানা যায়, শাহবাজপুর ইউনিয়নের ৯ং ওয়ার্ডের ইউপি সদস্য এলেক মিয়া পুরাতন ইটবালি দিয়ে ধীতপুর মৌজার লাইট্টা বিল এলাকার একটি খাল প্রায় ভরাট করে ফেলছে। অন্য দিকে নাম না বলার শর্তে একাধিক কৃষক বলেন, এলেক মেম্বার ইটভাটায় মাটি নেওয়ার জন্য খালটি ভরাট করে ফেলতেছে। এই খালটি অনেক পুরাতন। খালটি তিতাস নদীর সাথে মিশে রয়েছে। খালটি ভরাট করে ফেললে আমাদের জমির অনেক ক্ষতি হবে এবং তাতে করে নৌকা চলাচলও বন্ধ হয়ে যাবে। এলেক মিয়া তার নিজের লাভের জন্য খাল ভরাটের কারনে এলাকার হাজার হাজার কৃষকের ক্ষতি হবে। তারা এ বিষয়ে সরকারের কাছে অনুরোধ জানায় সরকার যেন দ্রুত এর ব্যবস্থা নেই এবং খালটিকে পুনরুদ্ধার করে। এদিকে এলেক মিয়া মেম্বার বলেন, খালটি আমার নিজস্ব জায়গায়। ১০বছর আগে আমি নিজেই খালটি খনন করেছিলাম । এখন আমার নিজের প্রয়োজনে খালটি ভরাট করে রাস্তা নির্মাণ করতেছি। এ বিষয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জি বলেন, এলেক মিয়া মেম্বার যে খাল ভরাট করতেছে তা আমার জানা নেই। এখন যখন জেনেছি ইউএনও মহোদয়ের সাথে কথা বলে এ বিষয়ে ব্যাবস্থা নেব। আর একটি বিষয় হচ্ছে এখানে সরকারি কোন বরাদ্দ নেই। ওনি কিভাবে খাল ভরাট করছে, সাধারণ মানুষের কোন ক্ষতি হবে কিনা সেই বিষয়গুলি জেনে আমি প্রয়োজনীয় ব্যাবস্থা নেব।