শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আ‘লীগের সহ-সভাপতি, আইনজীবী সমিতির সভাপতি সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জুলফিকার আমীন সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুদ্ধ কালীন আসাদ নগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, উপজেলা আ‘লীগ সভাপতি ও পৌর মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিরোজপুর জেলা আ‘লীগ সদস্য মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, মঠবাড়িয়া উপজেলা আ‘লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান, আওয়ামী মৎস্যজীবী লীগের পিরোজপুর জেলা আহবায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল, মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. বাচ্চু মিয়া আকন, সাবেক ডেপুটি কমান্ডার লুৎফর রহমান, ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী বেলায়েত হোসেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির পিরোজপুর জেলা সভাপতি এডভোকেট দ্বিলীপ কুমার পাইক, উপজেলা আ‘লীগ ত্রাণ ও পূর্ণঃবাসন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রিপন মাতুব্বর, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মজিবর রহমান, মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, মঠবাড়িয়া উপজেলা মৎস্যজীবী লীগ সহ সভাপতি ওলিউল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জমাদ্দার, মঠবাড়িয়া উপজেলা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা প্রমূখ।
দোয়া পরিচালনা করেন, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ এর ধর্ম বিষয় সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান।