শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
মোঃ জিয়াদুল হক ,কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ কাউখালীতে উপজেলার সন্নিকটে কচুয়াকাঠী খালের উপর ব্রীজটির নির্মানের কাজের শুরুর দাবিতে শনিবার (১৩ ফেব্রুয়ারী) এলাকাবাসীর অবস্থান কর্মসূচী পালন করেন। এলাকাবাসী নির্মান কাজ শুরুর দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেন। জনগুরুত্বপূর্ণ এই ব্রীজটির কাজ পুনরায় শুরু করার দাবিতে কাউখালী উন্নয়ন পরিষদের উদ্দ্যেগে ব্রীজের পদদেশে স্থানীয় জনগন, ব্যবসায়ী, সর্ব শ্রেণীর মানুষ দিনব্যাপী অবস্থান কর্মসূচী পালন করে। এ সময় উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মনোয়ার হোসেন মিয়া, ছাত্রলীগ নেতা পলাশ সিকদার, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, স্থানীয় ব্যবসায়ী অরবিন্দ সিকদার, সাবেক ইউপি সদস্য মোঃ সাবুর, পুরহিত সুবোদ বেপারী, ঔষধ ব্যবসায়ী দিপেন রায় প্রমুখ। এ সময় বক্তারা জরুরী ভিত্তিতে ব্রীজের কাজ শুরু না হলে আগামীতে কঠোর কর্মসূচী দিবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন। এলাকার জনসাধারণ উন্নয়নের দাবিতে ঐক্যবদ্ধ থাকার জন্য শপথ বাক্য পাঠ করান।