শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল : পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩৪ তম বাৎসরিক ওরশ শরীফ তুষখালী কলেজ সংলগ্ন শিশু ফকিরের বাড়িতে শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা হুজ্জাতুল আল্লামা শাহ মোঃ শাহজাহান দরবেশ (মাঃ জিঃ আঃ)। বিশেষ অতিথি বাগের হাট হযরত খান জাহান আলী (রঃ) মাজারের খাদের মোঃ লালন ফকির।
এতে আরও উপস্থিত থাকবেন, দুধচানীয়া খানকা শরীফের খাদের শাহ সৈয়দ মোঃ কামরুজ্জামান কাবুল চিশতী, সুমন মুন্সী, দরবার শরীফের খাদেম লিটু আহম্মেদ রহিম চিশতী। ইসলামী সংগীত পরিবেশন করবেন বাউল শিল্পী আবু হুরায়রা সজল দেওয়ান, জসীম দেওয়ান ও রাজু পাগল।
দুধচানীয়া খানকা শরীফের পরিচালক শাহ সৈয়দ মোঃ রফিকুল ইসলাম শিশু ফকির চিশতী বলেন, এ ওরশ শরীফে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।