শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল : মুজিব শতবর্ষ উপলক্ষে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী চাঁন্দুখালী মুন্সি বাড়ি কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজী প্রধান অতিথি হিসেবে ফিতা কেঁটে এ-কমিউনিটি ক্লিনিকটির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস প্রিন্স, সংসদ সদস্যর গণসংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী বলেন, সরকার সাধারণ মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি ক্লিনিক আধুনিকায়ন করছে। সে আলোকে সাপলেজা ইউনিয়নের নলী চাঁন্দুখালী এলাকার সুবিধাবঞ্চিত হত দরিদ্র জনগোষ্ঠীর শতভাগ স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ সেবা প্রদানের জন্য এই ক্লিনিকটি প্রতিষ্ঠা করা হয়েছে।