শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল : পিরোজপুরের মঠবাড়িয়ায় ১ বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামি দুৃৃৃৃৃৃৃৃৃৃৃলাল আকন (৪৫) কে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দুলাল উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের আবদুল হামিদ আকনের ছেলে।
মঠবাড়িয়া থানার এএসআই আবু সাইদ জানান, ২০১৮ সালে আদালতে একই এলাকার শহিদ হাওলাদার বাদী হয়ে দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় ১ বছরের সাজা হলে, দুলাল পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীররাতে উপজেলার খেজুরবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে তার নিজ ঘর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, বিজ্ঞ যুগ্ম দায়রা জজ দি¦তীয় আদালত পিরোজপুর দুলালকে ১ বছর সশ্রম কারাদন্ডসহ ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু জানান, গ্রেপ্তারকৃত দুলালকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।