শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল : পিরোজপুরের মঠবাড়িয়ায় আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন মাস্টারের ওপর সন্ত্রাসীরা বুধবার রাতে হামলা চালিয়েছে গুরুতর আহত করেছে। এ ঘটনায় দেলোয়ার হোসেন বাদি হয়ে বুধবার রাতেই অপ্সাত ৫ আসামীর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দেন। তিনি উপজেলার জরিপের চর গ্রামের মো. ফজলুল হক মৃধার ছেলে ও আসন্ন ইউপি নির্বাচনে (বেতমোর রাজপাড়া) চেয়ারম্যান প্রার্থী।
অভিযোগ সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন বুধবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে স্থানীয় পান্না মেম্বরের বাড়ির সামনে এসে পৌছলে ওঁৎ পেতে থাকা ৫ সন্ত্রাসী তার গাড়ী রোধ করার চেষ্টা চালায়। এসময় তিনি দ্রæত চলে যাবার চেষ্টা করলে চলন্তাবস্থায় লোহার পাইপ দিয়ে পিটিয়ে তাকে মাটিতে ফেলে দেয় ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করে। এর আগেও গত ২০ ফেব্রæয়ারি তার বসত বাড়িতে হামলা চালায়। এঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে অপরাধিদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য- নির্বাচন কমিশনের তফসিল ঘোষিত অনুযায়ী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১ ইউনিয়নের ৬টি ইউনিয়নে আগামী ১১ই এপ্রিল প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঠবাড়িয়ায় ছয় ইউনিয়নে ১ লাখ ৪ হাজার ৭৬৭ ভোটার ভোট দিবেন, ৩ রিটানিং কর্মকর্তা দায়িত্ব পালন করবে
জুলফিকার আমীন সোহেল : নির্বাচন কমিশনের তফসিল ঘোষিত অনুযায়ী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১ ইউনিয়নের ৬টি ইউনিয়নে আগামী ১১ই এপ্রিল প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো- ১নং তুষখালী, ৩নং মিরুখালী, ৭ নং বেতমোর রাজপাড়া, ৮ নং আমড়াগাছিয়া, ৯ নং সাপলেজা ও ১০ নং হলতা গুলিসাখালী। এ নির্বাচনে ১ লাখ ৪ হাজার ৭শ সাতষট্টি জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য নির্বাচিত করবেন।
ইতিমধ্যেই সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনার লক্ষে ৩জন রিটার্নিং অফিসার নিযুক্ত করেছেন। রিটার্নিং অফিসারগণ হলেন, তুষখালী, মিরুখালী ও বেতমোর রাজপাড়া ইউপিতে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার মো: নাজমুল হোসেন, সাপলেজা ও আমড়াছিয়া ইউপিতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শওকত হোসেন এবং হলতা গুলিসাখালী ইউপিতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ নুরে আলম। উপজেলা নির্বাচন অফিসার মো: নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।