শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
“তথ্য আপা” পথ দেখায়এই প্রতিপাদ্যে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প এর আওতায় আশুগঞ্জ উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে মঙ্গলবার সকালে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলার শরীফপুর ইউনিয়নের মোল্লা বাড়ির ৬ নং ওয়ার্ড মেম্বার ফিরুজ মিয়ার বাড়িতে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।
আশুগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওবিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ,আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক।
অনুষ্ঠিত ওঠান বৈঠকে স্বাগত বক্তব্য ও পরিচালনায় ছিলেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শারমিন আক্তার। এ সময় তথ্যসেবা সহকারী মাছুমা আক্তার,সুমাইয়া আক্তারসহ শরীফপুর ইউনিয়নের প্রশিক্ষণার্থী ও ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক নারী উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় এ বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার মহিলাদের ক্ষমতায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। গরীব,দুস্থঃ মহিলাদের আত্ম-সামাজিক উন্নয়নে আশ্রয়ণ প্রকল্প,বয়স্ক ও বিধবা ভাতা,মাতৃকালীন ভাতা,প্রতিবন্ধিসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে বাস্তবায়ন করছেন। এসব প্রকল্প বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড জনগনকে অবহিত করতে হবে।এ ছাড়াও এ তথ্যসেবার মাধ্যমে বিনামুল্যে মহিলাদের বিভিন্ন কোঠায় চাকুরির আবেদন, বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষা, প্রেসার মাপা,মহিলাদের হ্মমতায়ন,মহিলাদের স্বাবলম্বী করার জন্য ই-কমার্স সহায়তা, আইনের সহায়তা সহ নানাবিধ সুবিধা ভোগ করা যায়। তাই সকলকে এ সেবার আওতায় আসতে আহবান জানান।