শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল : সুনামগঞ্জের শাল্লায় হিন্দু নির্যাতন ও বাড়ি ভাচূরের প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় রোবাবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বাংলাদেশ হিন্দু মহাজোট মঠবাড়িয়া উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় হরি মন্দির সম্মূখ সড়কে ঘন্টাব্যপী এ মানববন্ধনে হিন্দু মহাজোটের শতাধিক নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
এসময় বাংলাদেশ হিন্দু মহাজোট মঠবাড়িয়া শাখার সভাপতি শ্যামল মিত্র এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অজয় মজুমদার, পৌর শাখার আহবায়ক রাজীব সাহা, সদস্য সচিব দেবাশীষ চৌধুরী, হিন্দু যুব মহাজোট মঠবাড়িয়া শাখার সভাপতি অভিজিৎ হালদার, সাধারণ সম্পাদক তাপস দেবনাথ ও হিন্দু ছাত্র মহাজোট মঠবাড়িয়া শাখার সভাপতি শিশির কুমার।
বক্তারা বলেন, সুনামগঞ্জের শাল্লায় হিন্দু নির্যাতন ও বাড়ি ভাচূরের ঘটনায় যারা জড়িত প্রত্যককে আইনের আওতায় আনতে হবে।