শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল : নোভেল করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধ করতে ও জন সচেতনতা বৃদ্ধির লক্ষে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ পৌর শহরে লিফলেট বিতরণ করেছেন। এসময় মাস্ক না পরা লোকদের মাস্ক পরিয়ে দেন মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামানের নেতৃত্বাধীন পুলিশের একটি টিম। এছাড়াও জন সচেতনতা বৃদ্ধির লক্ষে একাধিক পথসভাও করেন।
ওসি মাসুদুজ্জামান মিলু বলেন, দেশে করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ আসন্ন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসের পরিবর্তিত ভেরিয়েন্ট দেশে দ্রæত ছড়িয়ে পড়ছে। তাই আমাদের সকলকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। যথা সময় টিকা গ্রহন, স্বাস্থ্য বিধি মেনে চলা, সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার রাখা, প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়া, গণ পরিবহণ এড়িতে চলতে হবে। তিনি এসময় গন সমাগম এড়িয়ে চলার জন্য সকলকে অনুরোধ করেন।
উল্লেখ্য- রোববার সকালে মঠবাড়িয়া থানা পুলিশ নোভেল করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধ সচেতনতায় র্যালী ও পথসভা করেছেন।