বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:০২ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল : মুজিব বর্ষ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা অনার্স কামিল মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে এ বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা অনার্স কামিল মাদ্রাসার উপধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মাদ সালেহ। এ সময় উপস্থিত ছিলেন, প্রভাষক আবু জাফর খাঁন, প্রভাষক নজরুল ইসলাম, গ্রন্থাগারিক কামেল শরীফ প্রমূখ।
এ সময় আবু জাফর মোহাম্মাদ সালেহ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনে প্রায় বঙ্গবন্ধুর শতাধিক দুর্লভ সম্মিলিত ছবি সহ এ বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। এ বঙ্গবন্ধু কর্ণার এর মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গন্ধুর জীবন-কর্ম জানতে উৎসাহ পাবে।