শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরের তালগাছিতে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও আরোহী দুজন নিহত হয়েছে।
রবিবার ইফতারের আগে পাবনা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছী এলাকা এদুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-সিরাজগঞ্জ সলঙ্গা থানার BCPRTA সহ সভাপতি শামীম (৩৬) আব্দুল কুদ্দুসের ছেলে ও সিরাজগঞ্জ সলঙ্গা থানার BCPRTA সেক্রেটারি সুজন (৩৫) একই থানার ওলিদহ গ্রামের মৃত ফরহাদ খন্দকারের ছেলে । দুজনই মোবাইল মেকার।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত মো. শাহজাহান আলী জানান, মোবাইল যন্ত্রাংশ কেনার জন্য শামীম ও সুজন মোটর সাইকেল নিয়ে শাহজাদপুর যাচ্ছিল। শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামীম মারা যায় এবং হাসপাতালে নেবার পর সুজন মারা যায়। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধারের পর পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও ভটভটি জব্দ করা হয়েছে।
শামীম ও সুজন এর অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন BCPRTA