শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুচনীতে গণ হত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ব চলাকীন ২০ এপ্রিল সকালে পাক বাহিনী ও তাদের দোসরদের নির্মম হত্যাকান্ডের শিকার হয়ে কুচনীগ্রামের হিন্দু সম্প্রদায়ের নয় জন নারী -পুরুষ নিহত হন। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহীদদের গণ সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক এম,পি এড. জিয়াউল হক মৃধা, ইউ এন ও মোঃ আরিফুল হক মৃদুল, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমত আলী,ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান,আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী, সরাইল মহিলা কলেজের অধক্ষ্য বদর উদ্দিন বদু, সরাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব খান বাবুল, শহীদ পরিবারের সন্তান বজেন্দ্র দাস,সুধাংশু দাস, নিরঞ্জন চৌধুরী, কুচনী বধ্যভূমি বাস্তবায়ন পরিষদ ও কুচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সভাপতি শেখ সিরাজুল ইসলাম,সাধারন সম্পাদক প্রানেশ দাস, প্রধান শিক্ষক সৈয়দ শহীদুজ্জামান, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি লায়েছ আহমেদ, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাফেজ আলী নেওয়াজ, শাহবাজপুর ইউনিয়ন
আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় শহীদদের স্মরনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যগণ শহীদদের সমাধিস্থলে স্মৃতি সৌধ নির্মান ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানে সরকারের প্রতি দাবি জানান।