শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মঠবাড়িয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম হাসান রনি মুন্সীকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদ সহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১৫ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ও সাধারন সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল এ সিদ্ধান্ত অনুমোদন করেন। উল্লেখ্য, গত ১১ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি মঠবাড়িয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। উক্ত কমিটিতে মোহাম্মদ আসাদুজ্জামান সোহেলকে আহবায়ক, মোঃ শামীম হাসান রনিকে যুগ্ন আহবায়ক ও আলামিন নাজাত কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা দেন। কিন্তু যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম আহসান রনি মুন্সি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন এবং কয়েকজনের নাম উল্লেখ করে পদত্যাগ পত্র দেখান।পরবর্তিতে সাংবাদিক সম্মেলনে পদত্যাগকারী ১৩ জনের নামের মধ্যে ১০ জনই রনি মুন্সির বিরুদ্ধে তাদের নামের স্বাক্ষর জাল করেছেন বলে অভিযোগ করেন।এছাড়া নবনির্বাচিত আহবায়ক আসাদুজ্জামান সোহেলকে হুমকি প্রদানের অভিযোগ এনে কেন্দ্রীয় কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।