শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল : মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার তুষখালী ইউনিয়নের শাখারিকাঠি গ্রামে ৯৩ নং পশ্চিম শাখারিকাঠি সরকারি বিদ্যালয়ের প্রায় কোটি টাকা ব্যয়ে নতুন স্কুল ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে দৃষ্টি নন্দন আধুনিক এ একাডেমিক স্কুল ভবনটি।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় কার্যাদেশ পাবার পর মেসার্স ঐশি এন্ড কোং স্বত্ত¡াধিকারি মো. নাসির উদ্দিন মাতুব্বর ২০১৯-২০ অর্থ বছরে এ নতুন একাডেমিক ভবনের কাজ শুরু করেন। সম্প্রতি ৯৩ লাখ টাকা ব্যায়ে আধুনিক এ স্কুল ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকি বেগম জানান, আধুনিক এ স্কুলটি ভবনটি নির্মানের ফলে কক্ষ সংকট দুর হয়েছে। শিক্ষার্থীরাও এখন অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। আমরাও অনেক স্বাচ্ছন্দবোধ করছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতা নন্দ দাশ বলেন, মুজিব শতবর্ষে শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব শতবর্ষে উপহার স্বরূপ আধুনিক এ ভবনটি নির্মাণ হওয়ায় শিক্ষার্থীরা অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। তিনি আরও বলেন পর্যায়ক্রমে উপজেলার সকল স্কুল ভবন আধুনিকায়ন করা হবে। শিঘ্রই আনুষ্ঠানিক ভাবে এ নতুন ভবনের উদ্বোধন করা হবে।