বরিশালে প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের নামে নিম্ন আয়ের ১০০০ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য শস্য বিতরন করেন, বরিশাল বিএম কলেজ ভি.পি আলহাজ্ব মঈন তুষার।
দেশের মানুষ যখন করোনা ভাইরাস আতঙ্কে ঠিক সেইসময় অসহায় হতদরিদ্র আছে খাদ্য বিতরণ করেন ১০০০ পরিবারকে খাদ্য বিতরণ , চাল, আলু , ডাল ,ডিম, চিনি, আঠা, তৈল , এবং মাস্ক ইত্যাদি। বরিশালে ভিপি মঈন তুষার, বলেন.. মানুষের পাশে দাঁড়িয়েছে। শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের করোনাভাইরাস এ প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ। আক্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। বিশ্ব যখন স্থবির হয়েছে বাংলাদেশের মধ্য তার কিছুটা আবির্ভাব দেখা গেছে। ঠিক এই মুহূর্তে আমরা যদি নিজে নিজে সচেতন হই তাহলে করোনাভাইরাস আমাদেরকে কিছুই করতে পারবেনা। ইটালি যুক্তরাষ্ট্র চীন স্পেন সহ সারাবিশ্বে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে মাত্র সচেতনার অভাবে। আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত গরিব দিনে আনে দিনে খায়। তারপরও যদি আমরা নিজেকে নিজে রক্ষা করি তাহলে করোনার মত ভয়াবহ এই ভাইরাসটি কিছুই করতে পারবেনা। তাই প্রচেষ্টা থাকতে হবে সকলের ও সবার কাছে তাদের শ্লোগান ছিল খাওয়ার আগে, ও পরে খাবার তৈরি, ও সংরক্ষণ করার আগে, সাবান দিয়ে ভালোভাবে হাত ধুইতে হবে এই কথা মানুষের মধ্যে বলে গেছেন তারা। আর এই অবস্থাতে আমরা যদি নিজে নিজে সচেতন হই এবং পরিবারের সবাইকে সচেতন মূলক উপদেশ দেই তাহলে আমাদের করোনা ভাইরাস আক্রান্ত করতে পারবেনা। প্রচেষ্টার মাধ্যমে আরও বলা হয়েছে জ্বর, সর্দি ,কাশি, হলেই করোনা ভাইরাস আক্রান্ত করেছে, এটা বিশ্বাস করবেন না। তারা আরো কিছু মানুষের মধ্যে বলার চেষ্টা করেছে। যেখানে লোকসমাগম থেকে মানুষকে দূরে থাকতে বলা হয়েছে। সম্ভব হলে ঘরের মধ্যে থাকবে। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। তাহলে আমরা করোনাভাইরাস থেকে রক্ষা পাবো, তথা গোটা বাংলাদেশের মানুষ আজকে যে করোনার মরণ ছোবলে আতঙ্ক হয়েছে তা থেকে আমরা রক্ষা পাব। তারা আরও বলেছে সাধারণ গরিব দুঃখী মানুষের প্রত্যেকটা সামাজিক কাজে তারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর্থিকভাবে ও বিভিন্ন মাধ্যমে।
দরিদ্রতা দূরকরনের বরিশালের রাজপথের বরিশাল বিএম কলেজের ভিপি আলহাজ্ব মঈন তুষার । সবসময় মানুষের পাশে আছে এবং থাকবে।