মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : করোনাভাইরাস মহামারি দেখা দেয়ায় সারাদেশ সবকিছু বন্ধ থাকায় নি¤œ আয়ের মানুষেরা পড়েছেন চরম দুর্ভোগে। এ অবস্থায় পিরোজপুরের মঠবাড়িয়ায় বেদে পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ. জা. ম. মাসুদুজ্জামান। বুধবার রাতে পিরোজপুর জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খানের পক্ষে অফিসার ইনচার্জ আ. জ. ম. মাসুদুজ্জামান পৌর শহরের বেদে পল্লীতে গিয়ে বেদে পরিবারদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
খাদ্য সহায়তা পেয়ে বেদে পল্লীর পরিবারগুলো অত্যন্ত খুশি। তারা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী তারা ঘরে অবস্থান করছেন। তাদের কোনো আয়-রোজগার বন্ধ থাকায় আর্থিক অনটনের মধ্যে ছিলেন। এর আগে তারা কোন খাদ্য সহায়তা পাননি তাই এ খাদ্য সহায়তা পেয়ে তারা খুশি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ. জ. ম. মাসুদুজ্জামান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সবাইকে ঘরে থাকতে বলেছেন। যার ফলে বেদে পরিবারগুলো বেকার হয়ে পড়েছেন। তাদের কোনো আয়ের পথ নেই। তাই পিরোজপুর জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খানের পক্ষ থেকে খাদ্য এ সামগ্রী বিতরণ করা হলো।