মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
ব্রাহ্মনবাড়িয়ায় সরাইলের বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় লোক সমাগমের ঘটনায় সরাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে এমন তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল রাতে আরেক প্রেস নোটে পুলিশ সদর দপ্তর জানায় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি জেনেও আনসারীর জানাজায় হাজার হাজার লোক সমাগমের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে না পারায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন টিটুকে (ওসি) প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
সুত্র মানবজমিন