মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:২১ অপরাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় জাহাঙ্গীর নামে যে যুবক কোভিড-১৯ উপসর্গ জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি আক্রান্ত ছিলেন না। আজ সোমবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে পাওয়া মারা যাওয়া ব্যক্তির নমুনা পরীক্ষার কোভিড-১৯ নেগেটিভ এসেছে বলে জানান পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকী।
রোববার সকালে কোভিড-১৯ উপসর্গ জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশ ইউনিটে তিনি মারা যান।
জাহাঙ্গীর সিকদার (৩২) মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোটশৌলা গ্রামের আ: মজিদ সিকদারের পুত্র।
সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকী জানান, মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোটশৌলা গ্রামের জাহাঙ্গীর সিকদার রোববার সকালে কোভিড-১৯ উপসর্গ জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশ ইউনিটে তিনি মারা যান। মৃত্যুর পরে জাহাঙ্গীরের নমূনা সংগ্রহ করে কোভিট-১৯ পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। আজ সকালে তার কোভিট-১৯ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসেছে।