মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
কামরুল হাসান মুরাদ :: বিশ্ব মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনার পরও ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সদরে আবাসিক এলাকা টিএন্ডটি রোডে প্রবাসী জাহাঙ্গীর হোসেন খান এর বাসার তিন তলার ভাড়াটিয়া রাকিব রায়হান ও তার স্ত্রী শারমিন আক্তার বরগুনা থেকে রাজাপুরে আসায় উপজেলা স্বাস্থ্য বিভাগের টিম তাদের ১৪ দিন হোমকোয়ারেন্টে থাকার জন্য নির্দেশ দিয়েছেন।
জানাযায়, রাকিব রায়হান ও তার স্ত্রী দীর্ঘ দিন তাদের পরিবারের লোক জনের সাথে বরগুনায় ছিলেন। বুধবার (২২্এপ্রিল) খুব সকালে তারা রাজাপুরে ভাড়া বাসায় আসেন। তারা বরগুনা থেকে আসছে এই খবর এলাকাবাসী জানতে পারলে এলাকাবাসী চরম আতংকিত হয়ে পরে। এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য বিভাগে ফোন করে জানালে দুপুর ১টার দিকে স্বাস্থ্য বিভাগের টিম এসে তাদের ১৪ দিন হোমকোয়ারেন্টে থাকার জন্য নির্দেশ দিয়ে যান এবং সবাইকে বাড়িতে থাকার জন্য অনুরোধ করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বেল্লাল হোসেন জানান, আমি বরগুনা থেকে আসা রাকিব রায়হানের বাসায় গিয়ে তাদের ১৪ দিন হোমকোয়ারেন্টে থাকার জন্য অনুরোধ করেছি।
রাকিব রায়হান বলেন, আমি ও আমার স্ত্রী সেচ্ছায় হোমকোয়ারেন্টে থাকবো।