শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলার পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধে যখন দেশের হাট বাজার দোকানপাঠ সহ সকল প্রকার আয় রোজগারের পথ বন্ধ যখন নিম্ন আয়ের মানুষেরা দিশাহারা খাবারের জন্য হাহাকার ঠিক তখনই অসহায়দের পাশে খাদ্য সহায়তা নিয়ে ছুটে এসেছে বুরো বাংলা। ২৭ এপ্রিল সোমবার উপজেলার ইন্দুরকানী বাজারে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল মুজাহিদ, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইন্দুকানী বুরো বাংলা শাখা ব্যাবস্থাপক মামুন এলাহী প্রমুখ। উপজেলার তিনটি ইউনিয়নে শতাধকি অসহায় গরিব পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি চাউল, পাঁচ কেজি আলু, দুই কেজি ডাউল, এক কেজি সায়াবিন তেল, ৫০০ মিলি স্যাভলন,দুই পিচ সাবান, দুইটি মাক্স সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা বুরো বাংলার শাখা ব্যাবস্থাপক মামুন এলাহী বলেন আমাদের সংস্থার সামর্থ অনুযায়ী আমরা জেলার প্রতিটি উপজেলায় সুরক্ষা সামগ্রী সহ খাদ্য সামগ্রী বিতরন করলাম।দেশের এই ক্রান্তিকালে আমরা ঘরে বসে থাকতে পারিনা। তিনি সকলকে নিয়ম মেনে ঘরে থাকার আহ্বান জানান