রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
দৈনিক আমার দেশ পত্রিকা খুলে দেওয়া ও মাহমুদুর রহমান এর সাজা বাতিলের দাবীতে মানববন্ধন কাউখালীতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অফিসের সময়সূচী মানছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এমাদুলের পরিবারকে ভাণ্ডারিয়া বিএনপি’র আর্থিক সহায়তা প্রদান ভান্ডারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ কাউখালীতে সমুদ্রগামী মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ ভান্ডারিয়ায় পুত্রবধূর দায়ের কোপে শ্বশুরের মৃত্যু গণ হত্যার দায়ে শেখ হাসিনাকে এ দেশের মাটিতে এনে ফাঁসির দাবী ভাণ্ডারিয়া সংবর্ধনা সভায় বিএনপি নেতৃবৃন্দ ভান্ডারিয়ায় বিনা চিকিৎসায় কাতরাচ্ছে গুলিবিদ্ধ নাঈম কাউখালীতে দেয়ালে দেয়ালে রং তুলির আঁচড়ে নতুন দেশের ছবি ইন্দুরকানীতে সাংবাদিকের মাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট  ভান্ডারিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত কাউখালীতে ছাত্রদলের মিছিল সমাবেশ কাউখালী থানা পুলিশকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করলেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ৯ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাহউদ্দিন ভবিষ্যতে রাজনীতি করা অনেক কষ্টকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা পিরোজপুরে নিজের ঘর থেকে কৃষকের হাত পা বাধা মরদেহ উদ্ধার ভান্ডারিয়ায় আশ্রয়ণ-২ প্রকল্পের পুনর্বাসিতদের প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন কাউখালীতে অংশীজনের অংশগ্রহণে মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হারুনকে ডিবি থেকে বদলি ভান্ডারিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
করোনা দুর্যোগ: অবিরামভাবে কাজ করছেন- বাদল চেয়ারম্যান

করোনা দুর্যোগ: অবিরামভাবে কাজ করছেন- বাদল চেয়ারম্যান

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:-

করোনা দুর্যোগে অবিরামভাবে কাজ করছেন সোনাগাজী’র মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাদল। বয়সে তরুণ হলেও তার রয়েছে মেধা ও রাজনৈতিক দূরদর্শীতা। জনগণের সেবা করার মানসিকতা নিয়ে রাজনীতি করেন তিনি। তিনি ৫ বছর ইউপি সদস্য হিসেবে ছিলেন সফল, জেলা নেতৃবৃন্দের আস্থা অর্জন করে পরবর্তীতে তিনি নৌকার টিকিট নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতিতে, যখন ইউনিয়নের গরীব অসহায় ও স্বল্প আয়ের মানুষগুলো কর্মহীন হয়ে খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছেন, ঠিক তখনি দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে তিনি তাদের পাশে এসে দাঁডিয়েছেন।

প্রথমে নিজের অর্থায়নে ত্রাণ বিতরণ শুরু করেন। জনগণকে সচেতন করতে প্রচার প্রচারণা ও মাইকিং করেন, বিতরণ করেন করোনা সুরক্ষা সামগ্রী, বিভিন্ন স্থানে করা হয় জীবাণুনাশক স্প্রে। বহিরাগত ঠেকাতে ও সামাজিক দুরত্ব রক্ষা করতে তিনি ইউনিয়নের সীমান্তে গ্রাম পুলিশদের দিয়ে চেকপোস্ট করেন। জরুরী প্রয়োজন ছাড়া যেন কেউ রাস্তায় না আসে এই বিষয়ে সকলকে সতর্ক করেন।

বাদল চেয়ারম্যান জানান- সরকারিভাবে ৬ষ্ঠ দফা সহ মোট ২২৫৩ পরিবারের জন্য ত্রাণ সহায়তা পেয়ে সেগুলো সঠিকভাবে সকলের বাড়ীতে পৌঁছে দিয়েছেন। এছাড়াও নিজাম উদ্দিন হাজারী এমপির পক্ষ থেকে- ৪৫০ প্যাকেট, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ নাসিম থেকে ৯০ প্যাকেট, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন থেকে ২৫০ প্যাকেট পেয়ে সেগুলো ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে গ্রাম পুলিশদের মাধ্যমে অসহায় পরিবার গুলোকে বাড়ীবাড়ী পৌঁছে দিয়েছেন।

তিনি আরো জানান- সরকারি ত্রাণ ছাড়াও তার উপার্জিত টাকায় প্রথম দপায় ২০০টি পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। পরবর্তী দপায় ৪৬০টি পরিবারকে ৫কেজি করে চাউল বিতরণ করেন। গোপনে প্রবাসী ১২০টি পরিবারকে স্পেশালভাবে দেন ত্রাণ সহায়তা। পবিত্র শবেবরাত উপলক্ষ্যে মাংস কিনতে সামর্থ্যহীন ২০০টি পরিবারকে মুরগী বিতরণ করেন।

বাদল চেয়ারম্যান জানান- বক্তারমুন্সী বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ থাকায় লোকসানের মুখে পড়ে, তিনি দোকানঘর মালিকদের সাথে আলোচনা করে এপ্রিল মাসের ঘরভাড়া মওকুফের সুপারিশ করেন। পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ ও করোনা ভাইরাস থেকে জনগণের সুরক্ষায় বিশেষ প্রার্থনা সহ ১০টি মাইকে পবিত্র কুরআন তেলাওয়াত করার ব্যবস্থা করা হয়। বয়সে তরুণ এই চেয়ারম্যান ইতিমধ্যে তার বিচক্ষণ চিন্তা-ভাবনা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে মানুষের আস্থা অর্জন করে সোনাগাজী উপজেলায় জনপ্রিয় হয়ে উঠেন।

বাদল চেয়ারম্যান বলেন- যতদিন করোনা পরিস্থিতি থাকবে ততদিন পর্যন্ত সরকারি সাহায্য সহযোগিতার পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী আপনাদের সহযোগিতা করা হবে। সবাই সরকারি নির্দেশনা মেনে নিজনিজ ঘরে অবস্থান করুন, অতি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হবেননা। প্রবাস থেকে যারা দেশে এসেছেন সবাই হোম কোয়ারেন্টাইনে থাকুন। আর্থিকভাবে যারা সামর্থ্যবান তারা অসহায়দের সাহায্য করুন। যারা ইতিমধ্যে সাহায্য সহযোগিতা করছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana
error: Content is protected !!