I, for one, am glad to see he is back, and well! https://twitter.com/lokmankaradag1/status/1256366581371682816 …
#KimJongUn cut the tape at the ceremony marking the completion of Sunchon Phosphatic Fertilizer Factory in Sunchon. #NorthKorea
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেশ কিছু দিন লোকচক্ষুর অন্তরালে ছিলেন। তার মৃত্যু নিয়ে মাথা চারা দিয়ে ওঠে নানা গুজব। শেষপর্যন্ত তিনি প্রকাশ্যে এলেন। আর তা দেখে আনন্দিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক টুইট বার্তায় তিনি কিমকে উদ্দেশ করে লিখেন, ‘একজনের জন্য, সে ফিরে এসেছে দেখে আমি আনন্দিত এবং সে ভালো আছে!’
বিগত কয়েক দিন থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর চাউর হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর। কিমের মৃত্যু হয়েছে বলেও দাবি করে অনেক সংবাদমাধ্যম।
সোশ্যাল মিডিয়ায় ৩৬ বছর বয়সী কিম জং উনের ভুয়া মৃতদেহের ছবিও ভাইরাল হয়। তখনও এসবে বিশ্বাস করেননি ট্রাম্প। বরং তার মৃত্যু নিয়ে খবর প্রকাশ করায় সিএনএনকে বিষোদগার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
I, for one, am glad to see he is back, and well! https://twitter.com/lokmankaradag1/status/1256366581371682816 …
Lokman Karadag 洛克曼@LokmanKaradag1Replying to @LokmanKaradag1#KimJongUn cut the tape at the ceremony marking the completion of Sunchon Phosphatic Fertilizer Factory in Sunchon. #NorthKorea
শনিবার কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০ দিন পর জনসম্মুখে এলেন কিম। তিনি রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সানচিয়নে একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন।
সেখানে কিমের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সিনিয়র কর্মকর্তাসহ তার বোন কিম ইয়ো জং। ওই অনুষ্ঠানে কিমের ফিতা কাটার ছবিও প্রকাশ করে কেসিএনএ।