দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস (কোভিড -১৯) আক্রান্তদের মধ্যে ১ জন মহিলা পুরোপুুরি সুস্থ হওয়ায় তাকে শুভেচ্ছা ও ছাড়পত্র প্রদান করা হয়। দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা: আব্দুল কুদ্দুছের নেতৃত্বে ডাঃ জান্নাতুল ফেরদৌস বৈশাখী ও তাদের টিমের ঐকান্তিক প্রচেষ্টায় তিনি এখন করোনা জয়ী। মঙ্গলবার (১২মে) ডাঃ জান্নাতুল ফেরদৌস বৈশাখী ও তাঁর চিকিৎসক টিম তাকে করোনামুক্ত ঘোষণা করে ফুলেল শুভেচছা ও খাদ্য সামগ্রী দিয়ে অভিনন্দন জানিয়েছেন ।
এ নিয়ে দিনাজপুর জেলায় করোনাজয়ী রোগীর সংখ্যা দাঁড়াল ৮ জন। সুস্থ্য হওয়া করোনাযোদ্ধা রোগীরা যেন আবারও সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন এই কামনা করেন ডাঃ জান্নাতুল ফেরদৌস বৈশাখী ও তার টিম ।