মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
গাজী আবুল কালাম, ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সমাজ সেবা অফিস থেকে ঈদের আগে অগ্রিম ভাতা প্রদান করা হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের মধ্যে বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধীভাতা ভোগেীদের এ অগ্রিম ভাতা বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার মো মশিদুল হক জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রার্দূভাবে অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশ জনসাধারণ কর্মবিমুখ হয়ে পড়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী করোনা ভাইরাস (কোভিট-১৯) মোকাবেলা করার জন্য ও নিম্ন আয়ের মানুষের সামাজিক নিরাপত্তার কথা ভেবে ৩১টি নির্দেশনা জারি করেন। যার মধ্যে ১৩নং নির্দেশনা অনুসারে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের আওতায় সুবিধাভোগী মানুষদের অগ্রিম ৪র্থ কিস্তিসহ অর্থাৎ জুন ২০২০ পর্যন্ত প্রত্যেক ভাতাভোগীকে ঈদের আগেই ভাতা প্রদান করা হচ্ছে যা ঈদের আগেই সমাপ্ত করা হবে। এবারই প্রথম এই উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহম্মাদ আল মুজাহিদের নেতৃত্বে উন্মুক্ত যাচাই বাছাইয়ের মাধ্যমে নতুন ভাতাভোগীদের নির্বাচন করা হয়। ইন্দুরকানী উপজেলায় বয়স্ক ভাতা নিয়মিত ২৫৩৩ জন ও চলমান ২২৬ জন, বিধবাভাতা নিয়মিত ১০৩০ জন ও চলমান ১৯৪ জন, প্রতিবন্ধীভাতা নিয়মিত ৩৮৪ জন ও চলমান ৩৫৫ জনসহ সর্বমোট ৪৭২২ জনকে ভাতা প্রদান করা হবে।