মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
মো.অহিদ সাইফুলঃ ঝালকাঠির রাজাপুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের কৈবর্তখালী মিলবাড়ী নামক এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কোন এক যাত্রী ওই বৃদ্ধকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বররে ফোন দেয়। পরে সেখান থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্বাস্থ বিভাগের লোকজন।
উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ বলেন, ‘হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ‘লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তবুও লাশের ময়না তদন্ত করা হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’