মুঃ মুস্তাকিম হুসাইন, সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার সিলেট – জকিগঞ্জ সড়কের কুচাই নামক স্থানে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে ঝালাই কাজ করার সময় বিকট শব্দে তেলের লরি বিস্ফোরিত হয়। আগুনে ঝলসিয়ে ঘটনাস্থলেই তেলের লরির চালক মনির হোসেন ( ৪৯) ও ওয়ার্কসপের শ্রমিক কমর উদ্দীন নামের ২ জন নিহত হয় এবং অপর একজন আহত হয়েছেন।
সিলেট মহানগরীর মোগলাবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন গণমাধ্যম
কে এই তথ্য নিশ্চিত করে বলেন পদ্মা অয়েল কোম্পানীর তেলের লরিটি (ঢাকা মেট্রো চ-৪১-০২০৯) রাত ১০ টার দিকে লরির চালক মনির হোসেন মেরামতের জন্য কুচাই মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নিয়ে যান। মেরামতের সময় তেল থেকে আগুনের সূত্রপাত হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছে। ওয়ার্কসপের আহত অপর শ্রমিককে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে জন্য প্রেরণ করা হয়েছে।