শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
এমরান হোসেন আদনান:: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মিয়ারহাট এলাকায় লকডাউনে থাকা কর্মহীন পরিবাররা খাদ্য ও পানির অভাবে মানবেতর জীবনযাপন করছে এমন সংবাদ বিভিন্ন অনলাইন পত্রিকায় দেখে লকডাউনে থাকা কর্মহীন ৯ টি পরিবারকে খাদ্যসামগ্রী ও পানি বিতরন করেন ঝালকাঠি নাগরিক ফোরামের সহ সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজাপুর সভাপতি মোঃ আহসান হাবিব সোহাগ। রবিবার (১৭মে) দুপুর দুই টার দিকে এই খাদ্য সামগ্রী বিতরন করেন। খাদ্যসামগ্রী বিতরনে সহযোগীতায় ছিলেন সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান, ঝালকাঠি নাগরিক ফোরামের মানব সম্পাদক ও বিএমএসএফ রাজাপুর নিবার্হী সদস্য এমরান হোসেন আদনান।
সম্প্রতি ঐ এলাকার এক যুবকের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হলে স্থানীয় ইউপি সদস্য ও চৌকিদারসহ বাজার কমিটি ওই যুবকের পরিবার সহ ৮ পরিবারের ৩০ জন সদস্যকে লকডাউনে রাখেন।
রাজাপুরে ইজিবাইক ও টলির মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলেসহ আহত ৫
কামরুল হাসান মুরাদ :: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ইজিবাইক ও টলির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে সহ ৫ জন আহত হয়েছে। রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের পিংড়ী-সাকরাইল (বলারজোর) সড়কের একেস্সারা খান বাড়ী সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতরা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন, উপজেলার বামনকাঠি এলাকার আব্দুস সোবাহান (৪৮) (ইজিবাইক চালক), ঘিগড়া গ্রামের মোস্তফা (৫০) ও ছেলে আল আমিন (২৫) এবং টলিতে থাকা ঝালকাঠির পিপলিতা গ্রামের হেলপার জসিম (৩০) ও নুরুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠি থেকে দুটি টলি সিমেন্ট বোঝাই করে নিয়ে এসে উপজেলার ঘিগড়া পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সামনে সিমেন্ট নামিয়ে রেখে পূর্নরায় খালি টলি দুটি পাল্লাদিয়ে বেপরোয়া গতিতে ঝালকাঠির যাওয়ার পথে পিংড়ী এলাকার একেসসারা খান বাড়ির সামনে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রন হারিয়ে অপর দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের উপর উঠিয়ে দিলে ইজিবাইকটি ধুমরে মুচরে যায়। এসময় ইজিবাইক চালকসহ ভিতরে থাকা যাত্রী রক্তাক্ত ফুলা যখম হয়। তাৎক্ষনিক টলি চালক পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় রাজাপুর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজ খবর নেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।