মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
জুলফিকার আমিন সোহেল,বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় দলীল লেখক সমিতির উদ্যেগে কর্মহীন দলিল লেখকদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সমিতির কার্যলয়ে অর্ধশত কর্মহীন দলিল লেখকদেও মাঝে এ ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া দলিল লেখক সমিতির সভাপতি মো. ওলিউল হাসান নাসির, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-সভাপতি বাবুল হায়দার, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ মো. সাইদুর রহমান, সদস্য মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন আবুসহ সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ।
মঠবাড়িয়া দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে বিভিন্ন মানুষের পাশাপাশি দলিল লেখকরা কর্মহীন হয়ে পরেছে। তাই সমিতির পক্ষথেকে সামান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।