শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
সুমন খান বিশেষ প্রতিনিধি
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ও সর্বস্তরের মানুষের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, দৈনিক বাংলাদেশ বাণী, পত্রিকা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব :ভিপি মঈন তুষার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, বরিশাালবাসিকে এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক।
একমাস সিয়াম সাধনার পর আবারো সেই মহা আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতর। কিন্তু এ মহামারী করোনা ক্রান্তিলগ্নে আল্লাহর কাছে ক্ষমা ও দোয়া চাওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নাই। আল্লাহতালা সবাইকে এ মহামারী থেকে মুক্তি দান করুক এটাই কামনা করি ।
আবার যেন আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে পবিত্র ঈদ উদযাপন করতে পারি। আল্লাহর কাছে আমরা এটায় আশা করি। প্রতি বছর আমাদের সীমাহীন আনন্দ এবং কল্যাণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ। সকলের জন্য আনন্দঘন একটি দিন এই আনন্দ সবার ঘরে ঘরে সবার মাঝে সারা বাংলায় পৌঁছে যাক এটাই দোয়া করি।
এই ঈদে করোনা মহামারী সম্পূর্ণরূপে চিরবিদায় হবে আমাদের এই দেশ থেকে এই কামনা করি।