মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
জুলফিকার আমিন সোহেল,বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১২০ টি। এর মধ্যে কেএম লতীফ ইনষ্টিটিউশন ৫১ টি জিপিএ পেয়ে উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো- উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ১, তুষখালী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২, তুষখালী মাধ্যমিক বিদ্যালয় ১৩, সোনাখালী মুন্সি আবদুর কাদের উচ্চ বিদ্যালয় ১, সাফা মাধ্যমিক বিদ্যালয় ৮, মিরুখালী স্কুল এন্ড কলেজ ১৩, কেএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় ২, বড়মাছুয়া হাই ইনষ্টিটিউশন ১. রাজার হাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয় ১, ছগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ৩, আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় ১, নলী চড়কগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় ২, সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় ৭, গুলিসাখালী জিকে মাধ্যমিক বিদ্যালয় ৩, তোফেল আকন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ৫, বেতমোর মাধ্যমিক বিদ্যালয় ৬ টি
কেএম লতীফ ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বলেন, সকলের সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও আমরা ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছি। তিনি আরও জানান, আমার প্রতিষ্ঠান থেকে ২৮৯ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৮৫ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৮.৬২%। তিনি ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কমানা করছেন।